পটুয়াখালীতে দরিদ্র নারীদের মাঝে ৪৮ লক্ষ টাকার চেক বিতরণ - The Barisal

পটুয়াখালীতে দরিদ্র নারীদের মাঝে ৪৮ লক্ষ টাকার চেক বিতরণ

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৯, ০৯:১৮
  • 795 বার পঠিত
পটুয়াখালীতে দরিদ্র নারীদের মাঝে ৪৮ লক্ষ টাকার চেক বিতরণ
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালী প্রতিনিধিঃ প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের জাতীয় নগর দারিদ্র হ্রাসকরন কর্মসূচীর প্রকল্প অবহিতকরন সভা ও আর্থ-সামাজিক উন্নয়ন অনুদান বিতরন অনুষ্ঠিত।

বৃহষ্পতিবার সকাল ১০টায় জেলা শিশু একাডেমীতে ডিএফআইডি, বাংলাদেশ সরকার ও ইউএনডিপির অর্থায়নে পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্প অবহিতকরন ও আর্থ সামাজিক উন্নয়ন অনুদান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনায় মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে টাউন প্লানার ফারজানা ইয়াসমিন ও বসিবত উন্নয়ন কর্মকর্তা ভবানী শংকর সিংহ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার, প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যানার্জী।

স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, প্রকল্প সম্পর্কে ধারনা দিয়ে বক্তব্য রাখেন টাউন ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, কাউন্সিলরদের পক্ষে বক্তব্য রাখেন ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ঝর্না বেগম। মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হেমায়েত উদ্দিন ও কাউন্সিলরবৃন্দ।
পরে প্রধান অতিথি প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে ৬১১ জন দারিদ্র নারী সদস্যদের মাঝে ৪৮ লক্ষ ৭ হাজার টাকার আর্থ-সামাজিক অনুদানের চেক বিতরন করেন।

সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার দারিদ্র হ্রাসে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে শহরের দরিদ্র জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের মাধ্যমে জীবন জীবনযাত্রা পরিচালনা করতে পারবে। দেশ অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ একসময় তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করতো। বাংলাদেশ এখন সে অবস্থা থেকে অনেক অনেক উন্নত হয়েছে। বর্তমান সরকার দারিদ্র হ্রাসে আমেরিকার চেয়ে এক পার্সেন্ট কমে আনতে চ্যালেঞ্জ নিয়ে দেশের উন্নয়নে কাজ করছেন। সাড়ে সাতকেটি লোক সংখ্যার সময় দেশে অভাব ছিল, এখন প্রায় ২০ কোটি লোক সংখ্যা হলেও কোন অভাব নাই। সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে, আমাদের জীবনযাত্রার মানের উন্নয়নের ব্যাপারে সকলকে আন্তরিক হতে হবে বলেন বিভাগীয় কমিশনার।

উক্ত প্রকল্পের আওতায় শহরের দরিদ্র বসতিতে বসবাসরত জনগোষ্ঠীর টেকসই জীবিকা ও জীবনযাত্রার মান উন্নয়ন করার লক্ষে পটুয়াখালী পৌরসভায় ৩৫১টি প্রন্তিক দল, ৪৭টি সিডিসি গঠন করা হয় এবং ৯,০০০ নারী সদস্যের ১৫ লক্ষ টাকা সঞ্চয় হয়েছে বলে টাউন ম্যানেজার ভবানী শংকর সিংহ জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট