থ্রি হুইলার চালকদের মহাসড়ক অবরোধ - The Barisal

থ্রি হুইলার চালকদের মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম : জুন ১৩ ২০২২, ০৫:২৯
  • 421 বার পঠিত
থ্রি হুইলার চালকদের মহাসড়ক অবরোধ
সংবাদটি শেয়ার করুন....

ঢাকা-কুয়াকাটা সড়‌কের হিরণ প‌য়ে‌ন্টে থ্রি হুইলার চালক‌দের ওপর ‘অত‌্যাচার ও হয়রা‌নির’ প্রতিবাদে সড়ক অ‌বরোধ ক‌রে বি‌ক্ষোভ হ‌য়ে‌ছে।

ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয় সংলগ্ন হিরণ প‌য়ে‌ন্টে সোমবার দুপুর ১টার দিকে মহাসড়ক অব‌রোধ করা হয়। প‌রে পু‌লি‌শের আশ্বা‌সে সোয়া ২টার দিকে অব‌রোধ তু‌লে নেন থ্রি হুইলার চালকরা।

ব‌্যাটা‌রিচা‌লিত রিকশা ভ‌্যান ই‌জিবাইক চালক সংগ্রাম প‌রিষ‌দের নেতা শ‌হিদুল ইসলাম ব‌লেন, ‘হিরণ প‌য়ে‌ন্টে বাস মা‌লিক স‌মি‌তির নেতাকর্মীরা অ‌বৈধভা‌বে একটা চেক‌পোস্ট ব‌সি‌য়ে আমা‌দের ওপর হামলা কর‌ছে প্রতি‌নিয়ত। আমরা এর সুষ্ঠু সমাধান চাই। আমরা কোথাও যাত্রী নি‌য়ে যে‌তে পা‌রি না বাস মা‌লিক স‌মি‌তির নেতাকর্মী‌দের কার‌ণে।’

ব‌্যাটা‌রিচা‌লিক রিকশা ভ‌্যান ই‌জিবাইক চালক সংগ্রাম প‌রিষ‌দের উপ‌দেষ্টা মনীষা চক্রবর্তী ব‌লেন, ‘দিন দিন বাস মা‌লিক স‌মি‌তির নেতারা থ্রি হুইলার চালক‌দের ওপর নির্যাতন বাড়‌াচ্ছে। মহাসড়কে থ্রি হুইলার চলাচলের জন্য সার্ভিস লেন চালু করার দাবি জানাচ্ছি। ঘণ্টাব‌্যা‌পী সড়ক অব‌রো‌ধের পর পু‌লি‌শের আশ্বা‌সে সড়ক অব‌রোধ প্রত‌্যাহার করা হয়েছে।’

ব‌রিশাল বন্দর থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. আসাদুজ্জামান ব‌লেন, বাস মা‌লিক স‌মি‌তির নেতারা অ‌নেক আ‌গে থে‌কেই থ্রি হুইলার মহাসড়‌কে চল‌তে দেয় না। তা‌দের দাবি হাই‌কো‌র্টের নি‌ষেধাজ্ঞা র‌য়ে‌ছে তাই চল‌তে দেয়া যা‌বে না। আমরা বিষয়‌টি নি‌য়ে আ‌লোচনা কর‌ব। সেই আশ্বা‌সে সড়ক অব‌রোধ তু‌লে নি‌য়ে‌ছে থ্রি হুইলার চালকরা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট