বরিশাল ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৩ জুন।। পটুয়াখালীর কলাপাড়ায় মো.জাকির সন্যামত (২১) নামে এক অটো চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করা হয়।সে ওই গ্রামের মো.হাবিবুর রহমান সন্যামতের ছেলে। পাবিরারিক কলহের জের ধরে সে নিজেদের বাড়ীর উঠানে কড়াই গাছের সাথে গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, এ ঘটনায় থানায় ইউ.ডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।