বরিশাল ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বছরের সাজা থেকে বাঁচতে ৭ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি ভোলার লালমোহনের আবু তাহের রিপন নামের এক যুবকের। বুধবার রাতে লালমোহন থানার এএসআই জাকারিয়া নয়ন সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে রাজধানীর আদাবর সুনিবিড় এলাকা থেকে গ্রেফতার করেন। রিপন লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের দক্ষিণ ফুলবাগিচা এলাকার দেওয়ান বাড়ির মো. মোতালেবের ছেলে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, রিপন জয়দেবপুর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী। ২০১৫ সালে লালমোহন থানায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা আসে।
ওসি আরও জানান, এরপর থেকে সে প্রায় ৭ বছর যাবত পলাতক ছিল। গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার আদাবর থানা এলাকা থেকে গ্রেফতার করে থানায় এনে বৃহস্পতিবার সকালে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।’