বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ বরিশালে ডিআইজি কার্যালয় থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় তোলপাড় চলছে। এ ঘটনায় এরই মধ্যে ১৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুধু বরখাস্তই নয়, ডিউটি পালনে গাফিলতির অভিযোগে এদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে। বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন- গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) গফফার হোসেন, এসআই ছগির হোসেন, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সোহরাব হোসেন, কনস্টেবল ইকবাল, কনস্টেবল কামাল, কনস্টেবল আবদুল হক রানা, কনস্টেবল মুরছালিন, কনস্টেবল নয়ন, কনস্টেবল অমৃত, কনস্টেবল মেহেদী এবং উজিরপুর থানার এসআই মো. জিয়াউল হায়দার, কনস্টেবল রবিউল ইসলাম, কনস্টেবল সোহেল রানা এবং কনস্টেবল ইমরান হোসেন। সাময়িক বরখাস্তের পর তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে বলে ডিআইজি কার্যালয় সূত্র জানিয়েছে।
ডিআইজি এসএম আক্তারুজ্জামান জানান, গত ২ জুন ভোরে পুলিশের বরিশাল বিভাগীয় সদর দপ্তরের গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় ‘অজ্ঞাতনামা’ চোর মোটরসাইকেল চালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে উজিরপুর ও গৌরনদী ও ভাঙ্গা থানা অতিক্রম করে। এ মহাসড়কে রাতে যাদের দায়িত্ব পালনের কথা ছিল, তারা ঠিকমতো দায়িত্ব পালন না করায় চোর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
বরিশাল রেঞ্জের এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা মনে করি এখানে যাদের ডিউটি ছিল, তাদের গাফিলতির কারণেই চোর পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাই কর্তব্য পালনে গাফলতি থাকায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দেওয়া হয়েছে।’
এদিকে ডিআইজ অফিস থেকে মোটর সাইকেল চুরির ঘটনায় তোলপাড় শুরু হয়। দুবৃত্তদের ধরতে চিরুনী াভিযান চলছে। সিসি টিভির ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে। মহাসড়কের প্রতিটি গাড়ি চেক করা হচ্ছে।