বরিশালে গরু বহনকারী ট্রলারে ডাকাতি ॥ ৩০ লাখ টাকা লুট - The Barisal

বরিশালে গরু বহনকারী ট্রলারে ডাকাতি ॥ ৩০ লাখ টাকা লুট

  • আপডেট টাইম : জুলাই ০৬ ২০২২, ০৫:২১
  • 371 বার পঠিত
বরিশালে গরু বহনকারী ট্রলারে ডাকাতি ॥ ৩০ লাখ টাকা লুট
সংবাদটি শেয়ার করুন....

বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে গরু বহনকারী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকতরা গরু ব্যবসায়ীদের মারধর করে সাথে থাকা নগদ ৩০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর চরের ৮ নম্বর ঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
গরু ব্যবসায়ীদের বরাত পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ৭/৮ জন গরু ব্যবসায়ী ও তাদের ১৫ জন লোক ২৮টি গরু ও ৫০টি ছাগল নিয়ে মেহেন্দিগঞ্জ থেকে ট্রলারে করে মেঘনা নদী পাড়ি দিয়ে নোয়াখালীর লক্ষীপুরের মোল্লারহাটে যান। বিকেল সাড়ে ৩ টার দিকে রওনা হওয়ার কথা থাকলেও ঈদের কেনাকাটা করতে গিয়ে তাদের দেড়ি হয়। তাই বিকেল ৫ টার দিকে বিক্রি না হওয়া ১০টি গরু নিয়ে মোল্লারহাট থেকে পুনরায় তারা মেহেন্দিগঞ্জের উদ্দেশে ট্রলারে করে রওনা করেন। কিন্তু তাদের ট্রলারটি মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর চরের ৮ নম্বর ঘাট বরাবর মেঘনা নদীতে পৌঁছালে পেছনে একটি ট্রলার দেখতে পায়। ব্যবসায়ীরা প্রথমে মনে করেছিল সেটি জেলেদের ট্রলার। পরে ট্রলারটি তাদের ট্রলারের কাছে আসে এবং সেই ট্রলার থেকে যুবক শ্রেণির ৭/৮ জন লোক তাদের ট্রলারে ওঠে। এসময় তাদের ট্রলারে থাকা মাঝি-ব্যবসায়ীসহ সকলকে লাঠি ও লোহার রড দিয়ে বেধরক মারধর করে। এতে ট্রলার মাঝি এবং গরু ব্যবসায়ী মাঈনুল বেপারী মারাত্মক জখম হন। মারধরের একপর্যায়ে ব্যবসায়ীদের কাছে থাকা গরু ও ছাগল বিক্রির ৩০ লাখ টাকা লুটে নেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের ও ট্রলারে থাকা ১০টি গরু উদ্ধার করে।
বুধবার বিকেল ৪টার দিকে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন- এই ঘটনায় এখনও কোনো ব্যবসায়ী লিখিত অভিযোগ করেনি। কিন্তু তারপরেও বিষয়টি বিভিন্ন মাধ্যম নিশ্চিত হয়ে থানা পুলিশ তদন্ত করার পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট