বরিশাল বিভাগে ১১২টি বিদ্যালয় নতুন এমপিওভূক্ত - The Barisal

বরিশাল বিভাগে ১১২টি বিদ্যালয় নতুন এমপিওভূক্ত

  • আপডেট টাইম : জুলাই ০৬ ২০২২, ০৬:৫৩
  • 550 বার পঠিত
বরিশাল বিভাগে ১১২টি বিদ্যালয় নতুন এমপিওভূক্ত
সংবাদটি শেয়ার করুন....

নতুন করে ২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতার ২ হাজার ৫১টি স্কুল ও কলেজ আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় ৬৬৫টি মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে। এর মধ্যে বরিশাল বিভাগে ১০৩টি বিদ্যালয় রয়েছে। যার মধ্যে নিম্নমাধ্যমিক ৩১টি এবং মাধ্যমিক ৮১টি।
নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৩১)
বরগুনা-২টি (তালতলিতে ২টি) বরিশাল-৫টি এর মধ্যে বানারীপাড়া, উজিরপুর, হিজলা, বরিশাল সদর ও বাকেরগঞ্জে ১টি করে, ভোলায় সর্বোচ্চ ২০টি, এর মধ্যে – চরফ্যাশনে ১১টি, তজুমদ্দিনে ১টি লালমোহনে ৬টি, সদরে ২টি,পটুয়াখালীতে ৪টি এর মধ্যে বাউফল, দশমিনা, রাঙ্গাবালী ও গলাচিপায় ১টি করে বিদ্যালয় রয়েছে। ঝালকাঠী ও পিরোজপুরে কোন নিম্নমাধ্যমিক বিদ্যালয় এ তালিকায় স্থান পায়নি।
মাধ্যমিক বিদ্যালয় ৮১টি ঃ বরগুনায় ১৯টি ( আমতলীতে ৩টি, সদরে ৮টি,তালতলীতে ১টি, বেতাগীতে ৩টি পাথরঘাটায় ৪টি, বরিশালে ১৯টি- এর মধ্যে হিজলা, মুলাদী, উজিরপুর,আগৈলঝাড়া, গৌরনদী ও বানারীপাড়ায় ১টি করে, বাবুগঞ্জে ২টি,বরিশাল সদরে ৫টি, বাকেরগঞ্জে ২টি, মেহেন্দিগঞ্জে ৪টি, ভোলায় ৬টি ( ভোলা সদরে ৩টি, চরফ্যাশনে ২ুট ও মনপুরায় ১টি), ঝালকাঠীতে ৫টি ( রাজাপুরে ১টি, সদরে ৩টি, নলছিটিতে ১টি), পটুয়াখালেিত ২৩টি ( কলাপাড়ায় ৪টি, গলাচিপায় ৫টি, দশমিনায় ২টি, বাউফলে ৫টি, সদরে ৪টি, রাঙ্গাবালী, মর্জিাগঞ্জ ও দুমকিতে ১টি করে। পিরোজপুরে ৯টি ( মঠবাড়িয়ায় ৫টি, ভান্ডারিয়া. নেছারাবাদ, নাজিরপুর ও সদরে ১টি করে)

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট