বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ডেস্ক রিপোর্ট।। গোপন সংবাদের ভিত্তিতে বিএমপি গোয়েন্দা শাখার বিশেষ অভিযানিক টিম দুপুর ৩টায় এয়ারপোর্ট থানাধীন ৩০নং ওয়ার্ডের গাড়িয়ারপাড় থেকে বানাড়ীপাড়া যাওয়ার রাস্তায় শেখের হাট হইতে খানাবাড়ী গামী রোডের তিন রাস্তার মূখে অভিযান পরিচালনা করেন।
অভিযানে ১) মোঃ রাসেল হাওলাদার ওরফে চহঠা রাসেল (৩৮), পিতা- মৃত আঃ মালেক হাওলাদার, মাতা- মোসাঃ হাজেরা বেগম, সাং- চহঠা, বিসিসি ৩০ নং ওয়ার্ড, থানা- এয়ারপোর্ট, বিএমপি, বরিশাল।
২) মোঃ শহিদুল ইসলাম এলিস (৩৭), পিতা- মৃতঃ জাকির হোসেন, মাতা- মোসাঃ মোর্শেদা বেগম, সাং- কলাডেমা বিসিসি ৩০নং ওয়ার্ড, থানা- এয়ারপোর্ট, বিএমপি, বরিশাল এদের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে গ্রেফতার করা হয়।
বিএমপি সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জানিয়েছেন বিএমপি সংশ্লিষ্ট সূত্র