বরিশাল ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি// সমুদ্র উপকূলীয় এলাকা পটুয়াখালীর কলাপাড়ায় বৃক্ষ রোপন কর্মসূচীতে মাঠে নেমেছে যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকালে উপজেলা যুবলীগেরে উদ্যোগে তিন শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন ও বিতরন করা হয়েছে। টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন প্রায় ১ কিলোমিটার সড়কের দু’পাশে এসব গাছের চারা রোপন করা হয়। এছাড়া একই সময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেনের নেতৃত্বে স্থানীয়দের মাঝে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরন করেছে।
এসময় পৌর যুবলীগ সহ-সভাপতি শেখ যুবররাজ, যুবলীগ নেতা আল মামুন আজিম, নাছিমুজ্জামান রাতুল, মিজান হাওলাদার, মজিবর হাওলাদার, সোহাগ হাওলাদার, তুহিন, কালামসহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে যুবলীগ নেতা কর্মীরা উপজেলার মহিপুর, বালিয়াতলী, ধুলাসারসহ বিভিন্ন উইনিয়নে বৃক্ষ রোপন করে কর্মসূচী পালন করেন।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন বলেন, কেন্দীয় কমিটির নির্দেশে এই বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। তাদের এ ধারা অব্যাহত রয়েছে বলে এই যুবলীগ নেতা জানিয়েছেন।