বরিশাল ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
All-focus
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুইটি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয়, ষষ্ঠ ও ৮ম শ্রেনীর ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের তৃতীয়, ষষ্ঠ ও ৮ম শ্রেনীর ভর্তি পরীক্ষার্থীদের কেন্দ্র ছিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয়, ষষ্ঠ ও ৮ম শ্রেনীর ভর্তি
পরীক্ষার্থীদের কেন্দ্র ছিল সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে।
সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন জানান, আমাদের স্কুলে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের উক্ত শ্রেনী সমূহের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখানে তৃতীয় শ্রেনীর প্রভাতী ও দিবা শাখায় ১২০ টি কোটার বিপরীতে ৩৯৬ জন, ষষ্ঠ শ্রেনীতে ১২০ টি কোটার বিপরীতে ২৯৯ জন এবং ৮ম শ্রেনীল ২৪টি কোটায় সমান সংখ্যক পরীক্ষার্থীর প্রায় শতভাগ অংশ গ্রহন করেছে। অপরদিকে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তৃতীয়, ষষ্ঠ, সপ্তম এবং ৮ম শ্রেনীতে ৭৩৬জন পরীক্ষার্থীর প্রায় সবাই অংশ গ্রহন করেছে বলে প্রধান শিক্ষক জানান।
উক্ত ভর্তি পরীক্ষার তৃতীয় শ্রেনীর পরীক্ষার প্রশ্নপত্র হার্ড হয়েছে বলে একাধিক অভিভাবকরা জানান। পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর দিতে না পারায় শিশু শিক্ষার্থীদেরকে কান্না করতে দেখা গেছে। আজ শনিবার জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অনুরূপ ভর্তি পরীক্ষা হবে বলে প্রধান শিক্ষক শাহ জালাল স্যার জানান।