বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার /বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র,বরিশাল বিএনপির বর্ষীয়ান নেতা, আহসান হাবিব কামাল আর নেই। আজ রাত ১১:০০ টার সময় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।মৃতু্যকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন। সিটি নির্বাচনে পরাজিত হবার পর দুনীতির অভিযোগে তাকে কারাগারে যেতে হয়। কারাগারেই তিনি অসুস্থ্য হয়ে পড়েন। প্রায় সাত মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।
এদিকে আহসান হাবিব কামালের মৃতু্যতে গভীর শোক জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব, মহানগর বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান সরোয়ার।