বরিশাল ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৫ আগষ্ট।। পটুয়াখালীর কলাপাড়ায় শাপলা কাব এবং প্রেসিডেন্টস স্কাউটস এ্যাওয়ার্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে লিখিত পরীক্ষার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। পরে মৌখিক এবং ব্যাবহারিক মূল্যায়ন’র মাধ্যমে পরীক্ষা সম্পন্ন হয়।শাপলা কাব এওয়ার্ড ২০ জন এবং প্রেসিডেন্টস স্কাউটস এ্যাওয়ার্ড পরীক্ষায় ৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এসব শিক্ষার্থীদের মঝে বিতরণ করা হয় মাস্ক।
এ সময় উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক মো.নূরুল হক, কমিশনার মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মা মা নৈ সদস্য মোয়াজ্জেম হোসেন এবং পরীক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ স্কাউটস কলাপাড়া উপজেলা সাধারণ সম্পাদক মো.নূরুল হক জানান, প্রতি বছরের ন্যায় উপজেলা থেকে শাপলা কাব এবং প্রেসিডেন্টস স্কাউটস এওয়ার্ড পরীক্ষায় মোট ২৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।