বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ ॥ ডিজেল, পেট্রোল ও ইউরিয়া সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ করা এবং চাল,ডাল,তেল সহ নিত্যপ্রয়োজনীয় দাম কমিয়ে সারাদেশে রেশনিং ব্যবস্থা চালু করার দাবীতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি।
আজ সোমবার (৮) আগস্ট সকাল সাড়ে ১০টায় নগরীর প্রান বীর শ্রেষ্ট ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গির সড়ক সদররোডে একর্মসূচি পালিত হয়।
অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে এসময় বক্তব্য রাখেন অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, শহ্ াআজিজুর রহমান খোকন,উপাধাক্ষ হারুন অর রসিদ ও জাফর আহমেদ তালুকদার প্রমুখ।
এসময় বক্তরা বলেন, এই অবৈধ নিশি রাতের সরকার যেভাবে রাতের অন্ধকারে ক্ষমতায় এসেছে ঠিক তেমনিভাবে রাতের আধারে জালানী তেলের মূল্য বৃদ্ধি করে দেশের সাধার মানুষের বুকে লাথি মেরেছে।
সরকার তামাশার গণতন্ত্র ্র মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলন্ঠিত করেছে। এর জবাব দেশের মানুষের কাছে শ্রিলংকার মত করে দিতে হবে।