দি বরিশাল ডেস্ক।। আজ সকাল ১০ টায় নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও রাজনৈতিক জীবনসঙ্গী মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’র ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সেলাই মেশিন বিতরণ, আর্থিক অনুদান ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ কমিশনার বিএমপি মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান, ডিআইজি বরিশাল রেঞ্জ এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
বেগম ফজিলাতুন্নেছা মুজিব কেবল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণীই নন, তিনি বাঙালির মুক্তিসংগ্রামের অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদাত্রী। বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুর দৃঢ় চেতনাকে আরো শাণিত করেছিলেন এই মহীয়সী নারী।
১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে জাতির পিতা হত্যাকারীদের নিষ্ঠুর, বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে স্বামী বঙ্গবন্ধুর সঙ্গে তিনিও শাহাদাত বরণ করেন।