বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে তিন বছরে রূপান্তরের প্রক্রিয়ার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে ব্যাপক যানযটের সৃষ্টি হয়।
সোমবার দুপুর ১২টায় বরিশাল নগরীর বটতলা চৌরাস্তা এলাকায় সরকারি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থী ব্যানারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। প্রশাসনের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পরে সড়ক অবরোধ কর্মসূচি থেকে সরে যান শিক্ষার্থীরা।
এর আগে বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বটতলা এলাকায় আসেন। এ সময় বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী দীপু মনি কর্তৃক ৪ বছর থেকে ৩ বছরে ডিপ্লোমা ইন্জিনিয়ারিং কোর্স রূপান্তরের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
বরিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন জানান, শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।