বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীন বরিশাল নগরীর আলেকান্দা রিফিউজি কলোনীর জমি অবৈধ দখলমুক্ত করতে কঠোর নির্দেশ দিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক। সোমবার দুপুরে সরেজমিন রিফিউজি কলোনী পরিদর্শন শেষে দ্রুত সময়ের মধ্যে জমি অবৈধ দখল মুক্ত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস এবং জেলার ভারপ্রাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্র্মকর্তা আরাফাত হোসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, নগরীর আলেকান্দা রিফিউজি কলোনীর ৭.৮০ একর জমির অধিকাংশই বেদখল হয়ে গেছে। সেখানকার বেশ কয়েকটি পুকুর ভরাট করে অবৈধভাবে বসতি নির্মাণ করেছে। এতে পরিবেশ বিপর্যয় হয়েছে। সম্প্রতি বিষয়টি দৃষ্টিগোচর হয় কর্তৃপক্ষের।
এ খবর জানতে পেরে সরেজমিন দেখতে রিফিউজি কলোনী পরিদর্শন করেন ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক।
এ বিষয়ে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস বলেন, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের নিদের্শনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে ওই জমি অবৈধ দখল মুক্ত করতে অভিযান চালাবে জেলা প্রশাসন।