প্রথম টোল দিয়ে বঙ্গমাতা সেতু পার হলেন প্রাণিসম্পদ মন্ত্রী - The Barisal

প্রথম টোল দিয়ে বঙ্গমাতা সেতু পার হলেন প্রাণিসম্পদ মন্ত্রী

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৫ ২০২২, ০৫:০৩
  • 342 বার পঠিত
প্রথম টোল দিয়ে বঙ্গমাতা সেতু পার হলেন প্রাণিসম্পদ মন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু উদ্বোধনের পর রবিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথম গাড়ি নিয়ে পার হলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

তিনি তার ১০টি গাড়ি বহর নিয়ে টোল পরিশোধ করে সেতুর বেকুটিয়া প্রান্তে গিয়ে আবারও তিনি কুমিরমারা প্রান্ত অতিক্রম করেন। একই সময়ের বেকুটিয়া প্রান্ত থেকে সাবেক যোগাযোগ মন্ত্রী পিরোজপুর-২ আসনের সংসদ সদস‌্য আনোয়ার হোসেন মন্জু তার গাড়ি বহর নিয়ে টোল পরিশোধ করে কুমিমারা প্রান্ত হয়ে আবারও বেকুটিয়া প্রান্ত অতিক্রম করেন।

এর আগে রবিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন ঘোষণা করেন।

বিজ্ঞাপন
উদ্বোধন ঘোষণার পর পরই উৎসুক জনতা পায়ে হেটে বাদ‌্যযন্ত্র বাজিয়ে নেচে গেয়ে উন্মুক্ত করে দেওয়া সেতুতে উঠে আনন্দ উল্লাস প্রকাশ করে।

এ সময় শ ম রেজাউল করিমের গাড়ি বহরের সাথে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পুলিশ সুপার (সদ‌্য পদোন্নতি প্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি শিল্পপতি জসিম উদ্দিন খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, দপ্তর প্রধান ও সাধারণ জনগণের মোটরসাইকেল শোভাযাত্রা ছিলো।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে উদ্বোধনের পরই মানুষের হেঁটে চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। পরে রাত ১২টা ০১ মিনিটে টোল দেওয়ার মাধ্যমে সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হলো। আমাদের সঙ্গে থাকা সব গাড়ির টোল পরিশোধ করেছি। কারণ আমাদের মনে রাখতে হবে, উন্নয়নকে ধরে রাখতে গেলে সরকারকে টোল ও কর প্রদান করতে হবে। তাহলে আমরা ভবিষ্যতে এ ধরনের আরো উন্নয়ন পাব। এটি পিরোজপুরবাসীর জন্য অন্যতম একটি আনন্দঘন দিন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট