বরিশাল ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে ফিরলেন সাকিব আল হাসান। আফগানিস্তানের টি-টোয়েন্টি দলেন অধিনায়ক মোহাম্মদ নবিকে হটিয়ে মসনদ পুনরুদ্ধার করলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। সময়টিভি অনলাইন
গত বছরের নভেম্বরে নবীর কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব। আসছে অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও শীর্ষে ফিরলেন টাইগার অলরাউন্ডার।
২৪৮ রেটিং নিয়ে টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে ফিরলেন সাকিব আল হাসান। এছাড়া ২৪৬ রেটিং নিয়ে দুইয়ে নেমে গেছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। এছাড়া তিনে আছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। তার রেটিং ২২১।
সদ্য সমাপ্ত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। যেখানে ব্যাট-বলে ঝলক দেখিয়ে টুর্নামেন্টসেরার খেতার জেতেন দলটির অভিজ্ঞ অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবার সেটিরই পুরস্কার পেলেন র্যাংকিংয়ে। চার ধাপ এগিয়ে তালিকায় চারে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ১৮৪।