বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ বাঙালী সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গা পূজায় সম্পৃতি নষ্টের ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সকল পূজা মন্ডপ পাহারা দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বুধবার দুপুরে বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তৃতায় নেতাকর্মীদের এই নির্দেশ দেন তিনি। এসময় আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেন, ‘সামনে শারদীয় দুর্গা পূজা। এই পূজা উপলক্ষে কিছু কিছু সাম্প্রদায়িক শক্তি চেষ্টা করছে সম্পৃতিটা নষ্ট কর তে। আমাদের প্রতিটি নেতাকর্মীদের প্রতি এই সভার মাধ্যমে আহবান করছি, আপনারা সমস্ত পূজা মন্ডপে পাহারা দেবেন, থাকবেন, যাতে কোনরকম সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট না হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল জেলা পরিষদ নির্বাচন স্বচ্ছ হবে উল্লেখ করে বলেন, ‘আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা আহবান করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরিশাল জেলায় যাকে মনোনয়ন দিয়েছেন তাকে উপজেলা পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন এবং পৌর সভার মেয়র, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর ও আওয়ামী লীগের সকল পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে পরিচিত করার জন্য বর্ধিত সভা করছি। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা? এমন প্রশ্নের জবাবে আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, ‘এটা আমার একার সিদ্ধান্তে হবে না। দল সিদ্ধান্ত নিবে যে, তাকে কি করবে না করবে। দলীয় সিদ্ধান্তে যা হবে সেটাই করা হবে। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এর সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও সাবেক চেয়ারম্যান মইদুল ইসলাম প্রমূখ। এছাড়াও বরিশাল জেলার বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।