বরিশাল ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
জাতীয় পার্টির (জাপা) সম্মেলনের মাধ্যমে আজ নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জি এম কাদের। আর মহাসচিব হয়েছেন মসিউর রহমান রাঙ্গা।
এছাড়া বর্তমানে জাতীয় পার্টির ‘সিনিয়র কো-চেয়ারম্যান’ পদে থাকা সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ দলটির ‘প্রধান পৃষ্ঠপোষক’ হয়েছেন। তারা আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব পেয়েছেন।
শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সামনে আয়োজিত জাতীয় পার্টির কাউন্সিলে তারা এসব পদে নির্বাচিত হন।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সিরাজুল ইসলাম তাদের নাম প্রস্তাব করলে উপস্থিত কাউন্সিলর ও ডেলিগেট এতে অনুমোদন দেন।
সম্মেলনে জাতীয় পার্টির গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব পাস হয়েছে। কাউন্সিলে এ প্রস্তাব অনুমোদিত হয়। কাউন্সিলে গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব উত্থাপন করেন উপ-কমিটির আহ্বায়ক সুনীল শুভরায়। পরে এ প্রস্তাব কাউন্সিলে উপস্থিত কাউন্সিলর ও ডেলিগেটরা অনুমোদন দেন।