উচ্চশিক্ষিত গৃহশিক্ষক এনেই ভেবেছেন কাজ শেষ ! - The Barisal

উচ্চশিক্ষিত গৃহশিক্ষক এনেই ভেবেছেন কাজ শেষ !

  • আপডেট টাইম : অক্টোবর ২৮ ২০২২, ১২:২৮
  • 246 বার পঠিত
উচ্চশিক্ষিত গৃহশিক্ষক এনেই ভেবেছেন কাজ শেষ !
সংবাদটি শেয়ার করুন....

গত এক দশকে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন, কিংবা এখনো কাজ করছেন এমন পাঁচ জন সাবেক ক্রিকেটার হচ্ছেন হিথ স্ট্রিক, কোর্টনি ওয়ালশ, ড্যানিয়েল ভেট্টোরি, অ্যালান ডোনাল্ড ও রঙ্গনা হেরাথ৷ আন্তর্জাতিক ক্রিকেটে এই পাঁচ জনের সম্মিলিত উইকেট সংখ্যা তিন হাজার ২৯টি৷ এত এত অভিজ্ঞতার সম্মিলন ঘটিয়েও বাংলাদেশ এই সময়ে পাঁচজন বোলার পায়নি যারা একা কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন৷ শুধু বোলিং কেন, ব্যাটিংয়েও এখনো কেবল সাকিব আল হাসান খেললেই বাংলাদেশ খেলে৷ নিউজিল্যান্ডে ত্রিদেশীয় কাপই তো তার বড় প্রমাণ৷ শেষ দুই ম্যাচে তিনি দুটি ফিফটি করেছেন বলেই টানা চার হারেও কিছুটা মান রক্ষা৷ সমস্যাটা তাহলে কোথায়? নাজমুল হাসান একা নন৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব কর্মকর্তারই উচিত এখন নিজেদের এই প্রশ্নটা করা৷ ক্রিকেটে দেদার টাকা খরচ করেই যারা তাদের দায় সেরেছেন৷ অনেকটা সেই সব গৃহকর্তার মতো, যারা সন্তানের জন্য সবচাইতে উচ্চশিক্ষিত গৃহশিক্ষক এনেই ভেবেছেন কাজ শেষ৷ এখন এই গৃহশিক্ষকের আলোয় আলোকিত হয়ে তার সন্তান হয়ে উঠবেন সমাজের সবচাইতে শিক্ষিত তরুণ৷ কিন্তু এই নিয়মে যে পৃথিবী চলে না, ধনগর্বে গর্বিত বাবারা অনেক সময় ঠিক বুঝে উঠতে পারেননা৷ কিংবা যখন বোঝেন সময় শেষ হয়ে যায়৷
বাংলাদেশের ক্রিকেট কর্তারা চাইলে নিজেদের ভাগ্যবানও ভাবতে পারেন৷ গত এক দশকে বাংলাদেশের ক্রিকেটে অভাবিত কিছু সাফল্য এসেছে, যাতে তাদের অবদান থাকুক আর না থাকুক তার কৃতিত্ব তারা পুরোটাই নিতে পেরেছেন৷ বিপত্তিটা বেধেছে এখন, যখন দল সংকটে পড়েছে৷ টেস্ট আর টিটোয়েন্টিতে টানা ব্যর্থতায় গত এক দশকে তাদের চালু রাখা সিস্টেমের দুর্বলতা বেরিয়ে পড়েছে বড় দৃষ্টিকটু ভাবে৷
বিসিবি সভাপতি ও তার পরিচালকরা জাতীয় দলের দিকে অতি নজর দিতে গিয়ে আরো যেসব বিষয়ে তাদের নজর দেওয়াটা জরুরি ছিলো সেটাই দিতে পারেননি৷ প্রথম-প্রথম প্রথম শ্রেণীর ক্রিকেট নিয়ে অনেকেই অনেক গাল-গল্প দিয়েছেন৷ কিন্তু এটা নিয়ে ক্রিকেট সংশ্লিষ্টদের আগ্রহ এখন তলানিতে এসে ঠেকেছে৷ চলবে…

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট