থেমে থাকা পিকআপে বাসের ধাক্কা, বরিশালের ২জনসহ নিহত ৩ - The Barisal

থেমে থাকা পিকআপে বাসের ধাক্কা, বরিশালের ২জনসহ নিহত ৩

  • আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০২২, ০৬:৪১
  • 185 বার পঠিত
থেমে থাকা পিকআপে বাসের ধাক্কা, বরিশালের ২জনসহ নিহত ৩
সংবাদটি শেয়ার করুন....

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সড়কে থেমে থাকা পিকআপ ভ্যানে দ্রুতগামী বাসের ধাক্কায় বরিশালের ২জনসহ তিন জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন দুই জন। শনিবার (২৬ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মাদারীপুরের শিবচর থানার ভদ্রাসন এলাকার আব্দুর রব বেপারির ছেলে পিকআপচালক খোরশেদ আলম (৩৮), পিরোজপুরের স্বরূপকাঠি থানার বলদিয়া এলাকার মো. হাসান (৪২), বরিশালের বানারিপাড়া থানার বিশার কান্দি এলাকার মোহাম্মদ হায়দার আলীর ছেলে মো. সোহেল (৩৮)। আহতরা হলেন—আরিফ (৩০) ও মিজানুর রহমান মিজান (৩৫)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় সড়কের পাশে চট্টগ্রামগামী একটি পিকআপ থেমে ছিল। এ সময় দ্রুতগামী এনা পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে পিকআপচালক ও পিকআপে থাকা লোকজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ আলম ও মোহাম্মদ হাসানকে মৃত ঘোষণা করেন। অন্য তিন জনকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল নামে এক মারা যান।
সোহেলের আত্মীয় জহিরুল ইসলাম জানান, তারা ঢাকা থেকে পিকআপে চট্টগ্রামে একটি জাহাজের মেরামত কাজ করতে যাচ্ছিলেন। পথিমধ্যে মীরসরাইয়ের চিনকী আস্তানা এলাকায় জরুরি কাজে সড়কে পিকআপ থামান চালক। এ সময় পেছন দিক থেকে একটি বাস ধাক্কা দিলে তিন জন নিহত ও দুই জন আহত হন। আহত দুই জনের শারীরিক অবস্থাও ভালো নয়। লাশ নিতে ঢাকা থেকে রওনা দিয়েছেন বলে জানান জহিরুল।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর বলেন, ‘নিহতদের স্বজনরা এখনও থানায় পৌঁছাননি। তারা আসলে মামলার বিষয়ে সিদ্ধান্ত হবে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট