বরিশাল ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালের সমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য এবং পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান খান। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর আজ সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৫ই নভেম্বর অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় গণ-সমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। এতে তাঁর দুটি কিডনিই অকেজো হয়ে যায়। পরে মুমূর্ষ অবস্থায় তাঁকে রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়। আজ সকালে তিনি মারা যান।