বরিশাল ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
এ এস সিফাত।। শীতের আমেজ শুরু হয়েছে বরিশাল নগরীসহ পুরো দক্ষিণাঞ্চল জুড়ে। শীতের শুরুতেই বরিশাল নগরীর ফুটপাতে চলছে শীতবস্ত্রের জমজমাট বেচাকেনা। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষসহ প্রায় সকল শ্রেণি পেশার মানুষ নগরীর ফুটপাতসহ বিভিন্ন মার্কেট থেকে শীতের কাপড় কেনাকাটা করছে।
মঙ্গলবার নগরীর সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের সামনে ক্রেতাদের ভিড় লক্ষ করা যায় । পাশাপাশি ডিসি মার্কেট (পুরাতন হাজী মোহাম্মাদ মহসিন মার্কেট), সিটি মার্কেট, চকবাজার, গীর্জামহল্লা সদররোড সহ নগরীর বিভিন্ন স্থানের ফুটপাত ও মার্কেটগুলো ঘুরে দেখা গেছে শীতবস্ত্রের বেচা-কেনা।
নগরীর সিটি কর্পেোরেশনের সম্মুখে ফুটপাতে বসা ব্যবসায়ীরা জানান, সারা বছরের তুলনায় শীত এলে তাদের ব্যবসা একটু জমজমাট হয়। শীত এলে শীতবস্ত্রের পাশাপাশি জুতারও ভালো চাহিদা বেড়ে যায়।
সেখানে এক ক্রেতার সাথে কথা হলে তিনি জানান, শীতের প্রভাব বেশি পড়ার আগেই এবার শীতের পোশাক কেনার জন্য ফুটপাতের মার্কেটে এসেছি। বেশি দামের পোশাক কেনার সামর্থ্য না থাকার কারনে ফুটপাতই আমাদের প্রথম পছন্দ।
এদিকে নগরীর গরীবের মার্কেট খ্যাত মোহসীন মার্কেটের অধিকাংশ দোকানে শীতবস্ত্র ব্যাপকহারে দেখা যায়। সেখানের দোকানীরা জানান, শীতের শুরুতেই তাদের দোকানে শীতবস্ত্রের পড়সা সাজিয়েছেন। বর্তমোনে শীতের শুরুতে ক্রেতার সমাগম কিছুটা কম হলেও কিছুদিন পরে তা বাড়বে বলে জানান।
নগরীর সিটি মার্কেট ও গীর্জামহল্লাসহ মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, শীতবস্ত্রের পাশাপাশি বাচ্চাদের মাথার টুপি, পায়ের ও হাতের মোজা, মাপলার, সুয়েটার, জাম্পার, ফুলহাতা গেঞ্জির দোকানেই বেশি ভিড় দেখা গেছে। মহসিন মার্কেট ও সিটি মার্কেটের কম্বল দোকানগুলোতেও ভিড় দেখা গেছে।