বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব পেরোনো হয়নি মেক্সিকোর। এমন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলো সাত আসর পর। তাই এমন ঘটনা দলটির জন্য দারুণ লজ্জার। এই ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন মেক্সিকোর আর্জেন্টাইন কোচ টাটা মার্টিনো।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে জয়ের পরও কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেল মেক্সিকো। এ নিয়ে দলটির আক্ষেপ থাকতেই পারে। কারণ, পোল্যান্ডের সঙ্গে সমান ৪ পয়েন্ট থাকার পরও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাদ পড়ল তারা।
মেক্সিকোর কোচ টাটা মার্টিনো।
ব্যর্থতার বিষয়টি অকপটেই স্বীকার করে নেন কোচ টাটা মার্টিনো। সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘এই ব্যর্থতা ও হতাশার জন্য প্রথমত আমি দায়ী। বিশ্বকাপ থেকে এভাবে ফিরে যাওয়াটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আমার চুক্তি শেষ!