বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মেহেদি হাসান মিরাজের ব্যাটিং দৃঢ়তায় ১ উইকেটের অবিস্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ভিত্তি গড়ে দেওয়ার পেছনে অন্যতম কারিগর ছিলো সাকিব আল হাসান।
প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছিলেন ভারতের ব্যাটিং লাইনআপ। দুর্দান্ত এই বোলিংয়ের পরই আইসিসি থেকেও দারুণ এক সুখবর পেয়েছে সাকিব। ওয়ানডে বোলারদের নতুন প্রকাশিত র্যাংকিংয়ের সাত ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে সাকিব।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বুধবার(৭ ডিসেম্বর) ওয়ানডে বোলারদের নতুন র্যাংকিং প্রকাশ করেছে। নতুন প্রকাশিত সেই র্যাংকিংয়েই দেখা যায় সাত ধাপ এগিয়ে ওয়ানডে বোলার র্যাংকিংয়ের নবম স্থানে উঠে এসেছেন সাকিব।
সাকিব নবম স্থানে উঠেছেন ৬৪৭ রেটিং পয়েন্ট নিয়ে। সাকিবের ঠিক পরেই ৬৪২ রেটিং পয়েন্ট ১০ম স্থানে রয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। এছাড়া দুর্দান্ত ফর্মে থাকা মেহেদী হাসান মিরাজ রয়েছেন তালিকার আট নম্বরে। ৭৫২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে বোলারদের সবার উপরে রয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।