বরিশাল ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালের বাবুগঞ্জে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতিসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অবিস্ফোরিত আরো দুটি বোমা উদ্ধার করেছেন বাবুগঞ্জ থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইশ্বর চন্দ্র নারায়ণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। বিকট শব্দ শুনে পাশের এলাকায় ডিউটিরত পুলিশ এসে ঘটনাস্থল থেকে আরো তিনটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে।
বিষয়টি নিশ্চত করেছেন বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
স্থানীয় ইউপি সদস্য বাবুল হাওলাদার বলেন, আমরা পুলিশ নিয়ে স্থানীয়দের সমন্বয়ে ডাকাত প্রতিরোধে কমিটির ব্যাপারে ১ নম্বর ওয়ার্ড বটতলায় সভা করি। ওই সভা শেষে আমার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত ঈশ্বর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ে সভা করার উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে দুটি বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি বিদ্যালয় মাঠে আরো তিনটি বোমা ব্যাগে মোড়ানো অবস্থায় পড়ে রয়েছে।
পুলিশ বোমাগুলো উদ্ধার করে থানায় নিয়ে গেছে। বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
বাবুগঞ্জ থানা ওসি মো. মাহাবুবুর রহমান জানান, আগামী ১০ তারিখে ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগমুহূর্তে সারাদেশে অস্থিতিশীল পরিবেশ ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে এ বোমা বিস্ফোরণের ঘটনা হতে পারে। তিনি বলেন, রাতেই বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইসরত হোসেন কচিসহ ৫৮ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।