বরিশাল ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার।। মহান বিজয় দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করেছে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব। ১৬ ডিসেম্বর সকাল ১০ টায় শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে সকালে প্রথম পুষ্পার্ঘ্য অর্পণ করে ক্লাব নেতৃবৃন্দ। পরে ক্লাবের সাংবাদিক মাইনুল হাসান মিলনায়তনে সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, নজরুল ইসলাম চুন্নু, কমল সেন গুপ্ত, ফিরদাউস সোহাগ, বেলায়েত বাবলু, সুমন চৌধুরী, এম. মিরাজ হোসাইন, কেএম নয়ন, খান রফিক, মাহামুদ্দুন্নবী, ডা. কবিউল করিম, জুয়েল রানা, আলামিন সাগর প্রমুখ।
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। পরে দিবসটি উপলক্ষ্যে মিস্টি বিতরন ও রাতে ক্লাব ভবন আলোকসজ্জা করা হয়।