চট্টগ্রাম টেস্টে বড় হার বাংলাদেশের - The Barisal

চট্টগ্রাম টেস্টে বড় হার বাংলাদেশের

  • আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০২২, ২৩:৫৪
  • 151 বার পঠিত
চট্টগ্রাম টেস্টে বড় হার বাংলাদেশের
সংবাদটি শেয়ার করুন....

দি বরিশাল ডেস্ক।। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে সফরকারী ভারতের কাছে বড় হারের শিকার হয়েছে বাংলাদেশ। ভারতের দেওয়া ৫১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টেস্টের পঞ্চম দিনে লাঞ্চ বিরতির আগেই ৩২৪ রানে গুটিয়ে গেছে টাইগাররা। ফলে ১৮৮ রানে টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

৬ উইকেটে ২৭২ রান নিয়ে বাংলাদেশ আজকের খেলা শুরু করে।

সাকিব আল হাসান ৪০ ও মেহেদী হাসান মিরাজ ৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে। তবে সাকিবকে খুব বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ওয়ানডে সিরিজের নায়ক মিরাজ। ব্যক্তিগত ১৩ রানেই সিরাজের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর তাইজুল ইসলামকে নিয়ে ৩৭ রানের জুটি গড়েন সাকিব, যেখানে তাইজুলের অবদান মাত্র ৪।

দুর্দান্ত ব্যাটিং করেও সেঞ্চুরিবঞ্চিত হয়েছেন সাকিব। ১০৮ বলে ৬টি ছক্কা ও ৬টি চারের সাহায্যে ৮৪ রানের ইনিংসে খেলেন এই অলরাউন্ডার। সাকিবের বিদায়ের কিছুক্ষণ পরই ৩২৪ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারতের পক্ষে বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল ৪টি উইকেট শিকার করেছেন। এছাড়া কুলদীপ যাদবের শিকার ৩ উইকেট।

এই টেস্টে অলরাউন্ডার নৈপুণ্য প্রদর্শন করেছেন কুলদীপ। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৪০ রান করেছেন, দ্বিতীয় ইনিংসে অবশ্য ব্যাটিংই পাননি। আর বল হাতে দুই ইনিংস মিলিয়ে তাঁর শিকার ৮টি উইকেট। ম্যাচসেরার পুরস্কার তাঁর হাতেই ওঠেছে। দুই দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২২ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট