বরিশাল ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সাঈদ পান্থ।। আনন্দ আয়োজনে বরিশালে খেয়ালী গ্রুপ থিয়েটারের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রগতিশীল সাংস্কৃতিক চর্চার অঙ্গীকার নিয়ে ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের সময় এই দিনে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আকবর হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ পায় খেয়ালী সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সংস্থার। পরে খেয়ালী নাট্যগোষ্ঠী ও এরপর খেয়ালী গ্রুপ থিয়েটারের রূপান্তরিত হয়ে গ্রুপ থিয়েটার আন্দোলন শুরু করে। দিবসটি উপলক্ষে নগরীর রায় রোডে খেয়ালীর অস্থায়ী কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নাট্য সংগঠনটির কর্মীরা।
খেয়ালীর সভাপতি নজরুল ইসলাম চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চলনায় করেন সংগঠনের সাধারণ সম্পাদক অপূর্ব কুমার রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর স.ম ইমানুল হাকিম, অধ্যক্ষ বিমল চক্রবর্তী, অধ্যাপিকা টুন্নু রানী কর্মকার, বরিশাল পলিকেটনিক ইন্সটিটিউটের শিক্ষক অমল কৃষ্ণ রায়, গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ পান্থ, খেয়ালীর সাংগঠনিক সম্পাদক সারজিত রিদওয়ান অয়ন, সুপন ঘোষ, শ্রাবনী, সজল মাহমুদ, অভিষেক চক্রবর্তী, মাজহারুল ইসলাম জীবন, তানজিম মাহমুদ সিয়াম, সঞ্জীত সমদ্দার, প্রিয়া রায়, জয়, তানভির প্রমুখ।