বরিশাল ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দি বরিশাল ডেস্ক।।
বরিশাল সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হলেন ছাত্রলীগ নেতা রাজিব হোসেন খান। মাত্র ২৯ বছর বয়সে জনসাধারনের সেবকের আসনে আসিন হলেন এই ছাত্রলীগ নেতা।
সূত্র মতে সারাদেশে এরআগে কোন সিটি কর্পোরেশনে এত কম বয়সে কাউন্সিলর নির্বাচিত হন নি কেউ। তবে এর আগে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ৫নং ওয়ার্ড থেকে প্রথম সর্বকনিষ্ঠ কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন কেফায়েত হোসেন রনি। তখন তার বয়স ছিল ৩০ বছর। এদিকে তরুণ নেতা রাজিব হোসেন খানের বিজয়ে ১৬ নম্বর ওয়ার্ডসহ গোটা বরিশালবাসীর মুখে হাসি ফুটেছে।
জানা গেছে- আবুল হোসেন খানের ছেলে রাজিব হোসেন খান ১৯৯২ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ২৯ বছর বয়সী এই তরুণ কাউন্সিলর উচ্চ শিক্ষিতও বটে। সে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেছেন। তিনি বরিশাল কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন।
জানা গেছে- বরিশাল সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর মোঃ মোশাররফ আলী খান বাদশা ৮ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় দুপুর ২ টা ৫৮ মিনিটে আমেরিকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। এরপর থেকে ওই ওয়ার্ডটি কাউন্সিলর শূন্য হয়ে পরে। এরই ধারাবাহিকতায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন রাজিব হোসেন খান। সবশেষ ১৭ ডিসেম্বর মনোয়নয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে তার কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় তাকে বেসরকারিভাবে কাউন্সিলর হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
ব্রাউন কম্পাউন্ড এলাকার প্রবীণ বাসিন্দা মাহমুদ হোসনে (৮০) বলেন, রাজিব হোসেন খান একজন ভালো ও সৎ ছেলে। এ কারণে এত অল্প বয়সী একজন কাউন্সিলর পেয়ে আমরা আনন্দিত। তিনি সুখে-দুঃখে সব সময় আমাদের পাশে ছিলেন। ভবিষ্যতেও তিনি এই ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করবে এমনটাই আশা।
নির্বাচিত তরুণ কাউন্সিলর রাজিব হোসেন খান বলেন, আমি মানুষের সেবা করার জন্য নির্বাচন করেছি। এই ওয়ার্ডের মানুষ আমার ওপর আস্থা রেখেছে। আমি তাদের মূল্যায়ন করবো। সব সময়, সব কাজে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ ।
তিনি আরও বলেন- আমার পিতৃতুল্য বড় ভাই, বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও বরিশার মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ চাচার প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বরিশালবাসীর কাছে দোয়া চেয়েছেন।