রাঙ্গাবালীতে মহিলা বিষয়ক কর্মকর্তাকে শ্লীলতাহানির অভিযোগ - The Barisal

রাঙ্গাবালীতে মহিলা বিষয়ক কর্মকর্তাকে শ্লীলতাহানির অভিযোগ

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৯ ২০১৯, ০৯:৫৫
  • 1105 বার পঠিত
রাঙ্গাবালীতে মহিলা বিষয়ক কর্মকর্তাকে শ্লীলতাহানির অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালীতে দরজা বন্ধ করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে লাঞ্চিত ও অফিসের ট্রেইণারকে শ্লীলতাহানি করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বেলা ১১ টার দিকে রাঙ্গাবালী উপজেলা প্রশাসনিক ভবনের মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জনের নাম উল্লেখ ও পাঁচ/ছয় জনকে অজ্ঞাত করে রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ট্রেইণার সানজিদা আক্তার। অভিযুক্তরা হলো- উপজেলার কোড়ালীয়া গ্রামের নজরুল হাজীর ছেলে মাহমুদ হাসান, ভূইয়াকান্দা গ্রামের খোকন ভূইয়ার ছেলে বনি আমিন, বাহেরচর গ্রামের আলী আকবর ডাক্তারের ছেলে মনিরুল ইসলাম।

জানাগেছে, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের অধীনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আওতায় জেন্ডার প্রোমোটার পদে মরিয়ম স্বর্ণা নামের একজনকে অবৈধভাবে নিয়োগ দেয়ার জন্য প্রভাবশালীরা তদবীর করে। প্রভাবশালীদের তদবীরে
স্বর্ণাকে নিয়োগ দেয়া হয়।

এরপর যোগদানের দিন শনিবার বেলা ১১ টার দিকে আরও দাবী দাওয়া নিয়ে হাজির হয় স্বর্ণার স্বজনরা। দাবী না রাখায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের লোকদেরকে বিভিন্নভাবে হুমকি দেয়। এরপর মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগমের অফিসে পাঁচ-ছয় জন বখাটে গিয়ে তার রুম আটকিয়ে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে।

অন্যদিকে মাহমুদ, বনি আমিন ও মনির অফিসের ট্রেইণার সানজিদা আক্তারকে অফিসের দরজা আটকে দিয়ে লাঞ্ছিত করে।
অভিযুক্ত বনি আমিন স্কুলছাত্র মহব্বত খুনের মামলার আসামী, মাহমুদ হাসান নারী নির্যাতন মামলার আসামী ও মনিরুল ইসলাম চেক জালিয়াতি মামলার আসামী।

প্রত্যক্ষদর্শী নিতু বেগম, মরিয়ম মালা, অনামিকা, হাসিনুর, পারুল ও চম্পা বেগম জানান, হঠাৎ করে পাঁচ/ছয়জন লোক এসে অফিসের তিনটি দরজা আটকে দেয়। এরপর কর্মকর্তা তাসলিমাকে একটি রুমে ও ট্রেইণার সানজিদাকে অন্য রুমে নিয়ে যায়।
রুম আটকে দিয়ে সানজিদাকে অশ্লিল ভাষায় গালি দিতে থাকে তারা। সানজিদা মোবাইল হাতে নিলে তার মোবাইলটিও কেড়ে নেয়। কিছুক্ষণ পরে আমারা সানজিদাকে কান্না করতে দেখি।

অবৈধ নিয়োগের ব্যাপারে জানতে চাইলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম বলেন, আবেদন ও ভাইবায় অংশগ্রহন না করে মরিয়ম স্বর্ণা কিভাবে নিয়োগ পেল তা আমি জানিনা।

রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ এলে ব্যবস্থা নিব। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ঘটনাটি আমি শুনেছি। এটি অত্যান্ত দুঃখজনক। ভিকটিমকে অভিযোগ করার জন্য বলেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট