বরিশাল ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে আবুল হাসানাত আবদুল্লাহ(এমপি)’র ব্যক্তিগত তহবিলের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়ের সভাপতিত্বে কম্বল বিতরণ পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরিশাল জেলা
আওয়ামীলীগ মহিলা বিষয়ক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি এলিনা জাহিন, আভা মূখার্জী, হোসনে আরা বেগম পিয়ারা, উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মমতাজ বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক লিলি হাওলাদার, সাংগঠনিক সম্পাদক বিউটি হক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাহমিদা ইলয়াসসহ অন্যান্যরা। পরে উপজেলা পাঁচটি ইউনিয়নের দুই শতাধিক দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র ব্যক্তিগত তহবিলের কম্বল বিতরণ করা হয়।