বরিশাল ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলায় পত্তনী ভাঙ্গা ঘনবসতি এলাকায় পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র ছাড়াই ইফরাস খান ট্রেডার্স নামক একটি প্লাস্টিক ফ্যাক্টরি গড়ে উঠেছে। এই ফ্যাক্টরিতে পোড়ানো হচ্ছে পরিত্যক্ত পলিথিন ও নানা ধরনের
প্লাস্টিকের পণ্য। এর ফলে বিষাক্ত ধোয়ায় ফুসফুসে শ্বাসকষ্ট সহ নানা রোগের সৃষ্টি হচ্ছে স্থানীয়দের।
বিশেষজ্ঞরা বলছেন প্লাস্টিক পোড়ানোর ফলে উৎপন্ন হয় ক্ষতিকর ভারী ধাতু যা পরিবেশ দূষণ সহ মানব দেহে নানা রোগের আক্রান্ত হতে পারে। পাশেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় সহ শত শত ঘরবাড়ি। এরই মধ্যে অনেকেই শিশুরাই অসুস্থ হয়ে পড়েছে।এছাড়াও এলাকার কয়েকজন শিশু অসুস্থ, বৃদ্ধরা ভুগছে শ্বাসকষ্ট রোগে। পূর্ব পত্তনীভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাদিজা বেগম জানায় দীর্ঘ কয়েকদিন যাবত তার বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষা দেয়া যাচ্ছে না প্লাস্টিক পোড়ানোর ধোয়া ও দূর্গন্ধের কারণে।
এ ব্যপারে স্থানীয়দের গণস্বাক্ষর সহ গনি মজুমদার বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের
করেছে। স্থানীয়দের অভিযোগের কথা স্বীকার করে ফ্যাক্টরির মালিক গিয়াস উদ্দিন খান জানায় ভবিষ্যতে এখানে প্লাস্টিক পুরানো হবে না বলে জানান। পরিবেশ অধিদপ্তর এর ছাড়পত্র আছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন এখনো পায়নি।
বরিশালের পরিবেশ অধিদপ্তর পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম জানায় এ ধরনের প্রতিষ্ঠান উপজেলা আছে তা জানা নেই
অভিযোগ পেলেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক হাওলাদার জানায় এ ধরনের প্লাস্টিক ফ্যাক্টরি সম্পর্কে আমার জানা নেই। তদন্ত পূর্বক
আইনগন ব্যবস্থা নেওয়া হবে।