ডাক্তারদের অস্পষ্ট হাতের লেখা পড়বে গুগল - The Barisal

ডাক্তারদের অস্পষ্ট হাতের লেখা পড়বে গুগল

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০২২, ২৩:০৮
  • 228 বার পঠিত
ডাক্তারদের অস্পষ্ট হাতের লেখা পড়বে গুগল
সংবাদটি শেয়ার করুন....

দি বরিশাল ডেস্ক।। রোগ হলে ডাক্তারের পরামর্শ নেয়া অত্যাবশ্যক। তবে কোনো কোনো ক্ষেত্রে প্রেসক্রিপশনে ঠিক কী লেখা আছে তা অনেকেরই বোধগম্য হয় না। তখন ওষুধের দোকান বা ফার্মেসিতে থাকা ব্যক্তিরাই শেষ অবলম্বন হয়ে দাঁড়ান। এ বিড়ম্বনা থেকে মুক্তি দেবে গুগল। ডাক্তারদের এসব অস্পষ্ট লেখা পড়তে সহায়তা করবে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। খবর টেকক্রাঞ্চ।

১৯ ডিসেম্বর ভারতে আয়োজিত নিজেদের বার্ষিক সম্মেলনে দেয়া এক ঘোষণায় এ কথা জানিয়েছে সফটওয়্যার জায়ান্টটি। ডাক্তারদের হাতের লেখা বুঝতে প্রতিষ্ঠানটি ফার্মাসিস্টদের সঙ্গে কাজ করছে বলেও জানিয়েছে।

টেকক্রাঞ্চ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গুগল লেন্সের মাধ্যমে ফিচারটি প্রকাশ্যে আসবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রেসক্রিপশনের ছবি তোলার পাশাপাশি ফটো লাইব্রেরি থেকেও ছবি আপলোডের সুবিধা পাবে। ছবিটি প্রসেস করার পর প্রেসক্রিপশনে উল্লেখ করা বিভিন্ন ওষুধের নাম শনাক্ত করবে অ্যাপটি। নতুন ফিচারটি কবে নাগাদ সবার জন্য উন্মোচন করা হবে সে বিষয়ে গুগলের পক্ষ থেকে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি।

দক্ষিণ এশিয়ার বাজারে কোম্পানির বার্ষিক আয়োজনটি গুগল ফর ইন্ডিয়া নামে পরিচিত। এখানে প্রতিবারই প্রতিষ্ঠানটি তাদের নতুন উদ্ভাবনের বিষয়গুলো প্রকাশ্যে নিয়ে আসে। গুগল জানায়, প্রতিষ্ঠানটি একটি একক সমন্বিত মডেল নিয়ে কাজ করছে, যেখানে স্পিচ ও টেক্সট উভয় আকারেই ভারতের একশোর বেশি ভাষা ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। ফলে পরবর্তী সময়ে দক্ষিণ এশিয়ার বাজারে শতকোটি ব্যবহারকারীর ইন্টারনেট যাত্রা শক্তিশালী হওয়ার সম্ভাবনার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে টেকক্রাঞ্চ। ৫০ কোটিরও বেশি ব্যবহারকারী থাকা দেশ ভারত গুগলের জন্য গুরুত্বপূর্ণ একটি বাজার। তবে বেশ কয়েক বছর ধরেই দক্ষিণ এশিয়ার বাজার বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট