বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দি বরিশাল ডেস্ক।। রোগ হলে ডাক্তারের পরামর্শ নেয়া অত্যাবশ্যক। তবে কোনো কোনো ক্ষেত্রে প্রেসক্রিপশনে ঠিক কী লেখা আছে তা অনেকেরই বোধগম্য হয় না। তখন ওষুধের দোকান বা ফার্মেসিতে থাকা ব্যক্তিরাই শেষ অবলম্বন হয়ে দাঁড়ান। এ বিড়ম্বনা থেকে মুক্তি দেবে গুগল। ডাক্তারদের এসব অস্পষ্ট লেখা পড়তে সহায়তা করবে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। খবর টেকক্রাঞ্চ।
১৯ ডিসেম্বর ভারতে আয়োজিত নিজেদের বার্ষিক সম্মেলনে দেয়া এক ঘোষণায় এ কথা জানিয়েছে সফটওয়্যার জায়ান্টটি। ডাক্তারদের হাতের লেখা বুঝতে প্রতিষ্ঠানটি ফার্মাসিস্টদের সঙ্গে কাজ করছে বলেও জানিয়েছে।
টেকক্রাঞ্চ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গুগল লেন্সের মাধ্যমে ফিচারটি প্রকাশ্যে আসবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রেসক্রিপশনের ছবি তোলার পাশাপাশি ফটো লাইব্রেরি থেকেও ছবি আপলোডের সুবিধা পাবে। ছবিটি প্রসেস করার পর প্রেসক্রিপশনে উল্লেখ করা বিভিন্ন ওষুধের নাম শনাক্ত করবে অ্যাপটি। নতুন ফিচারটি কবে নাগাদ সবার জন্য উন্মোচন করা হবে সে বিষয়ে গুগলের পক্ষ থেকে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি।
দক্ষিণ এশিয়ার বাজারে কোম্পানির বার্ষিক আয়োজনটি গুগল ফর ইন্ডিয়া নামে পরিচিত। এখানে প্রতিবারই প্রতিষ্ঠানটি তাদের নতুন উদ্ভাবনের বিষয়গুলো প্রকাশ্যে নিয়ে আসে। গুগল জানায়, প্রতিষ্ঠানটি একটি একক সমন্বিত মডেল নিয়ে কাজ করছে, যেখানে স্পিচ ও টেক্সট উভয় আকারেই ভারতের একশোর বেশি ভাষা ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। ফলে পরবর্তী সময়ে দক্ষিণ এশিয়ার বাজারে শতকোটি ব্যবহারকারীর ইন্টারনেট যাত্রা শক্তিশালী হওয়ার সম্ভাবনার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে টেকক্রাঞ্চ। ৫০ কোটিরও বেশি ব্যবহারকারী থাকা দেশ ভারত গুগলের জন্য গুরুত্বপূর্ণ একটি বাজার। তবে বেশ কয়েক বছর ধরেই দক্ষিণ এশিয়ার বাজার বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।