আগৈলঝাড়ায় দোকান ভাংচুরের প্রতিবাদে ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ - The Barisal

আগৈলঝাড়ায় দোকান ভাংচুরের প্রতিবাদে ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০২২, ০৬:৪১
  • 187 বার পঠিত
আগৈলঝাড়ায় দোকান ভাংচুরের প্রতিবাদে ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ
সংবাদটি শেয়ার করুন....

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার নীমতলা বাসষ্ট্যান্ডের একটি খাবার হোটেলে হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবীতে শনিবার সকালে থেকে রবিবার পর্য়ন্ত ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান
বন্ধ রাখা হয়েছে। তাদের (ক্রেতারা) পছন্দমতো খাবার তৈরি না করতে পারায় শনিবার সকালে কাষ্টমার (ক্রেতারা) হোটেল মালিক ও তার কর্মচারীকে মারধর ও খাবার হোটেলের আসবাবপত্র ভাংচুর কররে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার নীমতলা বাসষ্ট্যান্ডের সোলায়মান মুন্সির খাবার হোটেলে শনিবার সকালে কাষ্টমার (ক্রেতারা) দক্ষিণ শিহিপাশা গ্রামের সৈয়দ বাচ্চু মিয়ার ছেলে সৈয়দ স¤্রাট ও একই এলাকার সালাম মোল্লার ছেলে মাসুম মোল্লা খাবারের জন্য পরাটা চায়। তাদের পছন্দমতো খাবার তৈরি না করতে পারায় হোটেল মালিক সোলায়মান মুন্সি ও কর্মচারী জাকির সিকদারকে মারধরকরে এবং খাবার হোটেলের আসবাবপত্র ভাংচুর কর। হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবীতে শনিবার সকালে থেকে রবিবার পর্য়ন্ত ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

হোটেল মালিক সোলায়মান মুন্সি জানান, এলাকার বখাটে সৈয়দ স¤্রাট ও মাসুম মোল্লা আমার দোকানে এসে খাবার নিয়ে আমাকে ও আমার কর্মচারীকে মারধর করে। এসময় তারা আমার দোকানে ভাংচুর করে নগদ পাঁচ হাজার টাকা নিয়ে যায়। এবিষয়ে আমি আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছি। শবিবার সকাল থেকে আমারা ৩৫টি দোকান বন্ধ রেখেছি।

অভিযুক্ত হামলাকারী সৈয়দ স¤্রাট জানায়, হোটেল মালিক ও তার কর্মচারীর সাথে আমার বাকবিতন্ডা হয়েছে মারধরের ঘটনা ঘটে নাই। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, হোটেল ভাংচুর ও দুই জনকে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে জন্য অভিজান চলছে। আমারা ব্যবসায়ীরে দোকান খুলতে বলেছি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট