বরিশাল ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ ॥ বরিশালে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে পালিত হয়েছে খ্রিস্ট ধর্মের সবথেক বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উৎসব। এ উপলক্ষে শনিবার রাত থেকে বরিশাল নগরীর সদর রোডের ক্যাথলিক চার্চ ক্যাথড্রিল ধর্মপল্লীতে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় নগরীর বিভিন্ন স্থান থেকে খ্রিস্ট ভক্তরা সেখানে ভিড় করেন এবং প্রার্থনায় সামিল হন।
খ্রিস্ট ভক্তরা বলেন, প্রতি বছরের মতো এবারও এসেছে তাদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন। করোনা মহামারীর কারণে গত দুই বছর জাকঝমক পূর্ন ভাবে অনুষ্ঠান পালন না করতে পারলেও এবার ঝমকালো আয়োজন করা হয়েছে।
ভক্তরা বলেন, সব ধর্মেই মানবতা, প্রেম, সহমর্মিতা ও অহিংসতা শেখায়। তারা অতীতের পাপ মোচনের জন্য যীশুর কাছে প্রার্থীনা করেন। বরিশাল ক্যাথড্রিল বিশপ ইম্মান্যুয়েল কানন রোজারিও বলেন, মানুষের মধ্যে বৃদ্ধি পাক ভ্রাতৃত্ব ও বন্ধুত্ববোধ। মানুষ যেন শান্তিতে সম্প্রীতিতে ভালো ভাবে বসবাস করতে পারেন এই প্রার্থনা তার। বরিশালে ক্যাথিড্রাল ছাড়াও, অক্সফোর্ড এবং ব্যাপ্টিস্ট গোত্রের খ্রিস্টান রয়েছে।