বরিশাল ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দি বরিশাল ডেস্ক।। টানা তিনদিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষ। রোববার (২৫ ডিসেম্বর) বিকেল থেকে লঞ্চঘাটে যাত্রীদের ভিড় দেখা গেছে।
নদী বন্দর কর্তৃপক্ষ জানায়, রাতে বরিশাল থেকে পাঁচটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। প্রতিটি লঞ্চের ডেকের যাত্রীরা বিকেল থেকেই লঞ্চে জায়গা করে নিয়েছেন। তবে কেবিনের যাত্রীরা ধীরে ধীরে সময় করে উঠছেন। প্রতিটি লঞ্চেই যাত্রীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি দেখা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম-পরিচালক আব্দুর রাজ্জাক জানান, বন্দর থেকে প্রিন্স আওলাদ-১০, অ্যাডভেঞ্চার-৯, পারাবত-১২, সুন্দরবন-১৬ ও সুরভী-৭ ছেড়ে যাবে।
তিনি জানান, যাত্রীদের নিরাপত্তা দিতে বন্দর কর্তৃপক্ষ তৎপর রয়েছেন। লঞ্চগুলো যাতে অতিরিক্ত যাত্রী নিয়ে ছাড়তে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে।
সুন্দরবন-১৬ লঞ্চের কেবিনের যাত্রী সজিব বলেন, লঞ্চের টিকিটে বিকেল ৫টার মধ্যে ঘাটে আসার নির্দেশনা দেওয়া ছিল। সে অনুযায়ী বিকেল ৫টার মধ্যে লঞ্চ ঘাটে এসে পৌঁছাই। অথচ সেই লঞ্চ নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে যাবে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে।
মিম নামের এক যাত্রী বলেন, আসার সময় সারারাত লঞ্চে কষ্ট করে আসছি। এখন আবার কষ্ট করেই কর্মস্থলে ফিরতে হচ্ছে।
অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের কেবিনের যাত্রী রাজিব খান বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ঢাকা-বরিশাল রুটে কেবিনের টিকিট পেতাম। কিন্তু তিনদিনের ছুটি পড়ে যাওয়ায় কেবিনের টিকিট পেতে অনেক বেগ পোহাতে হয়েছে। চার-পাঁচ জনের কাছে এক সপ্তাহ আগে থেকে ধর্না দিয়ে কোনো মতে একটি কেবিনের টিকিট সংগ্রহ করতে পেরেছি। ঢাকা থেকেও কেবিনের টিকিট পেতে একই ভোগান্তি পোহাতে হয়েছে।
অ্যাডভেঞ্চার লঞ্চের ব্যবস্থাপক হুমায়ূন কবির বলেন, অনেকে আগে থেকে আসা যাওয়ার টিকিট কনফার্ম করে রেখেছেন। ফলে অনেকে ঢাকা যাওয়ার জন্য টিকিট নিতে এসে ফিরে গেছেন।