৩ দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ - The Barisal

৩ দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০২২, ২২:৫১
  • 164 বার পঠিত
৩ দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ
সংবাদটি শেয়ার করুন....

দি বরিশাল ডেস্ক।। টানা তিনদিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষ। রোববার (২৫ ডিসেম্বর) বিকেল থেকে লঞ্চঘাটে যাত্রীদের ভিড় দেখা গেছে।

নদী বন্দর কর্তৃপক্ষ জানায়, রাতে বরিশাল থেকে পাঁচটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। প্রতিটি লঞ্চের ডেকের যাত্রীরা বিকেল থেকেই লঞ্চে জায়গা করে নিয়েছেন। তবে কেবিনের যাত্রীরা ধীরে ধীরে সময় করে উঠছেন। প্রতিটি লঞ্চেই যাত্রীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম-পরিচালক আব্দুর রাজ্জাক জানান, বন্দর থেকে প্রিন্স আওলাদ-১০, অ্যাডভেঞ্চার-৯, পারাবত-১২, সুন্দরবন-১৬ ও সুরভী-৭ ছেড়ে যাবে।

তিনি জানান, যাত্রীদের নিরাপত্তা দিতে বন্দর কর্তৃপক্ষ তৎপর রয়েছেন। লঞ্চগুলো যাতে অতিরিক্ত যাত্রী নিয়ে ছাড়তে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে।

সুন্দরবন-১৬ লঞ্চের কেবিনের যাত্রী সজিব বলেন, লঞ্চের টিকিটে বিকেল ৫টার মধ্যে ঘাটে আসার নির্দেশনা দেওয়া ছিল। সে অনুযায়ী বিকেল ৫টার মধ্যে লঞ্চ ঘাটে এসে পৌঁছাই। অথচ সেই লঞ্চ নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে যাবে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে।

মিম নামের এক যাত্রী বলেন, আসার সময় সারারাত লঞ্চে কষ্ট করে আসছি। এখন আবার কষ্ট করেই কর্মস্থলে ফিরতে হচ্ছে।

অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের কেবিনের যাত্রী রাজিব খান বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ঢাকা-বরিশাল রুটে কেবিনের টিকিট পেতাম। কিন্তু তিনদিনের ছুটি পড়ে যাওয়ায় কেবিনের টিকিট পেতে অনেক বেগ পোহাতে হয়েছে। চার-পাঁচ জনের কাছে এক সপ্তাহ আগে থেকে ধর্না দিয়ে কোনো মতে একটি কেবিনের টিকিট সংগ্রহ করতে পেরেছি। ঢাকা থেকেও কেবিনের টিকিট পেতে একই ভোগান্তি পোহাতে হয়েছে।

অ্যাডভেঞ্চার লঞ্চের ব্যবস্থাপক হুমায়ূন কবির বলেন, অনেকে আগে থেকে আসা যাওয়ার টিকিট কনফার্ম করে রেখেছেন। ফলে অনেকে ঢাকা যাওয়ার জন্য টিকিট নিতে এসে ফিরে গেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট