বরিশাল ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি । পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের ওপর থেকে পড়ে ঝাউ জু পেং (৫২) নামের চীনা এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল পাঁচটার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের বিদ্যুৎ কেন্দ্রে এ ঘটনা ঘটে। সে রুরাল-নরিনকো পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরএনপিএল) নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের চীনা শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চীনা শ্রমিক ঝাউ জু পেং রবিবার দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের ওপর উঠে কাজ করছিলেন। অসাবধানতাবশত নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। এসময় কর্মরত অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।