নিজস্ব প্রতিবেদক।। বরিশাল নগরীর নথুল্লাবাদ বিআরটিসি বাস ডিপো সংলগ্ন বিসমিল্লাহ গ্যাস হাউস এর সামনে বিএমপি গোয়েন্দা শাখার জোন-১ টীম-২, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ১০টার সময় অভিযান পরিচালনা করে পঁয়ত্রিশ বোতল ফেন্সিডিল সহ একজনকে আটক করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, ১) মোঃ আবু হাসান গাজী (৩৮), পিতা- মৃতঃ আবু বক্কর গাজী, মাতা- মোসাঃ মমতাজ বেগম, সাং-দিকদানা, বাকরা ইউপি, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর, এ/পি- মমতা নীড় (মিতুর মায়ের বাড়ী) বালিয়াডাঙ্গা, মাঠপাড়া, ১২নং ফতেপুর ইউপি, থানা-কোতয়ালী, জেলা- যশোর,
আটককৃত মোঃ আবু হাসান গাজীর নিকট থেকে ৩৫ (পঁয়ত্রিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।