বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পূবালী ব্যাংকের ৪৮২ তম শাখার শুভ উদ্ভোধন হয়েছে। রবিবার বেলা ১১ টায় পৌর শহরের উপজেলা সড়কস্থ রুবী কটেজ’র ২য় তলায় ফিতা কেটে এ ব্যাংকের উদ্ভোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের বরিশাল অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মনজুরুল ইসলাম। ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোসারেফ হোসেনের সভাপতিত্বে উদ্ভোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, মোজাহার উদ্দিন বিশ্বাস অর্নাস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, কলাপাড়া উপজেলা মানবাধিকার সংগঠনের সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল হক মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন হাওলাদার, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।
এ সময় রাজনীতিবিদ, ব্যবসায়ী ও পূবালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা মাসুম বিল্লাহ।