বরিশাল ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নিজস্ব প্রতিবেদক।। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে বরিশালে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন বাজার এলাকায় এ অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর।
অভিযানে ছিলেন ভোক্তা অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রানী মিত্র।
অভিযান পরিচালনাকারী সুমী রানী মিত্র বরিশালটাইমসকে জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে নগরীর পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে সহযোগিতা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।’