বরিশাল ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
এ এস সিফাত।। বরিশালের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সঙ্গে বয়ে যাচ্ছে হিমেল বাতাসও। এতে জেলায় বেড়েছে শীতের তীব্রতা। বুধবাব (২৮ ডিসেম্বর) ভোর রাতে বৃষ্টির পরপরই শৈত্য প্রবাহ লক্ষ্য করা যায়। কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। বিপর্যস্ত বরিশালসহ দক্ষিণাঞ্চল। ঠান্ডায় সবচেয়ে বিপাকে পড়েছেন অতি গরীব ও ছিন্নমূল শ্রেণির মানুষ।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
বরিশাল আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল থেকে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করে। আজ রাতের তাপমাত্রা আরও কমতে পারে। কাল বৃহস্পতিবার তাপমাত্রা আরও কমতে পারে। পরবর্তী এক থেকে দুদিন তাপমাত্রা একই রকম থাকবে।