বরিশাল ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের এক বছর পূর্তির দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে আখ্যায়িত করে ব্যাপক শোডাউন করতে চায় বিএনপি। সোমবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়েছিল দলটি। সমাবেশের অনুমতি চেয়ে তারা পুলিশের কাছে আবেদনও করে। তবে পুলিশের পক্ষ থেকে বিএনপিকে জানানো হয়েছে, পল্টনে সমাবেশের অনুমতি পাবে না। পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক সমকালকে বলেন, নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তাদের বলা হয়েছে বিকল্প ভেন্যু ঠিক করে জানাতে। তারা পরে আর যোগাযোগ করেনি। ওসি আরও বলেন, রাস্তা বন্ধ করে সমাবেশ করলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। তাদের কোনো ইনডোরে ভেন্যু সমাবেশ করতে বলা হয়েছে। অবশ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম বলেছেন, তারা এখনও আশাবাদী পল্টনে সমাবেশের অনুমতি পাবেন।