বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দৌলতখান (ভোলা) প্রতিনিধি
ভোলার দৌলতখানে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। উপজেলার সবকয়টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এক যোগে এই বই বিতরণ করা হয়। পৌর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত পশ্চিম রামরতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মনজুর আলম খান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোহাম্মদ গোলাম মোস্তফা সহকারী কমিশনার ভূমি, মোঃ জাকির হোসেন তালুকদার মেয়র দৌলতখান পৌরসভা, আইনুন নাহার রেনু মহিলা ভাইস চেয়ারম্যান, মোঃ ফয়েজ ইল্যাহ ফয়েজ কাউন্সিলর ৫নং ওয়ার্ড। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ হাসান কাউন্সিলর ৩নং ওয়ার্ড। মোঃ তৌহিদুল ইসলাম সহকারী উপজেলা শিক্ষা অফিসার। মোঃ নজরুল ইসলাম সহকারী উপজেলা শিক্ষা অফিসার। মোঃ মনিরুজ্জামান মহিন সভাপতি দৌলতখান প্রেসক্লাব, মোঃ জাকির আলম সহ সভাপতি দৌলতখান প্রেসক্লাব, মোঃ মহিবুর রহমান, সভাপতি প্রথমিক শিক্ষক সমিতি দৌলতখান। সঞ্চালনায় ছিলেন, সফিকুল ইসলাম ডাব্লু সাধারণ সম্পাদক প্রাথমিক শিক্ষক সমিতি দৌলতখান।