নিজস্ব প্রতিবেদক।। বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন ৩০নং ওয়ার্ডস্থ গড়িয়ার পাড় পুলিশ বক্সের সামনে থেকে ১১৩ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করা হয়। সোমবার ভোর ৫টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিএমপি এয়ারপোর্ট থানার অভিযানিক টিম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মোঃ হাবিবুর রহমান মিন্টু সরদার(৪৭), পিতা-মৃত লিয়াকত হোসেন সরদার, মাতা-মৃত হোসনেয়ারা বেগম ,স্থায়ী: গ্রাম- পুষ্পকাটি (বহেরা গুরুগ্রাম, ৩নং ওয়ার্ড) , উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা, বাংলাদেশ ২) মোঃ আসাদুল মোল্লা(৩৫), পিতা-জিহাদ আলী মোল্লা, মাতা-ফতেমা বেগম ,স্থায়ী: গ্রাম- বাহেরা (কুলিয়া ইউনিয়ন, ১নং ওয়ার্ড), থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা, বাংলাদেশ, ৩) জাহিদ হাসান(২৫), পিতা-শাহাউল ইসলাম, মাতা-ডলি বেগম ,স্থায়ী: গ্রাম- বোয়ালিয়া, ০৫নং ওয়ার্ড, ০৫নং কেড়াগাছি ইউপি, উপজেলা/থানা- কলারোয়া, জেলা-সাতক্ষীরা তাদের নিকট থেকে ১১৩ বোতল অবৈধ ফেন্সিডিল উদ্বার করে আটক করা হয়। আটককৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।