দাম কমেছে এলপি গ্যাসের - The Barisal

দাম কমেছে এলপি গ্যাসের

  • আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২৩, ২৩:০৪
  • 197 বার পঠিত
দাম কমেছে এলপি গ্যাসের
সংবাদটি শেয়ার করুন....

দি বরিশাল ডেস্ক।। দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি জানুয়ারির জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৩২ টাকা নির্ধারণ করেছে কমিশন। ডিসেম্বরে যা ছিল ১ হাজার ২৯৭ টাকা। সেই হিসেবে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ৬৫ টাকা।

গতকাল সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে গতকাল দুপুর সাড়ে ১২টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল।

বিইআরসির মূল্যসংক্রান্ত এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বেসরকারি এলপিজি রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯৬ টাকা ২৭ পয়সা এবং মূসকসহ মূল্য প্রতি কেজি ১০২ টাকা ৭০ পয়সা। সেই হিসেবে ১২ কেজি বোতলজাত এলপিজির মূসকসহ মূল্য ১ হাজার ২৩২ টাকা।

এছাড়া সাড়ে ৫ কেজির দাম ৫৬৫ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ২৮৪, ১৫ কেজির দাম ১ হাজার ৫৪০, ২০ কেজির দাম ২ হাজার ৫৪, ২৫ কেজির দাম ২ হাজার ৫৬৭, ৩০ কেজির দাম ৩ হাজার ৮১, ৩৫ কেজির দাম ৩ হাজার ৫৯৫ ও ৪৫ কেজির দাম ৪ হাজার ৬২১ টাকা।

সরকারি এলপিজির ইআরএল ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির (আরপিজিসিএল) মূল্য অপরিবর্তিত থাকায় এবং সরকারি এলপিজির মূল্য সমন্বয়ের সঙ্গে সৌদি সিপি সংশ্লিষ্টতা না থাকায় সরকারি এলপিজির মূল্য পরিবর্তন করা হয়নি। সাড়ে ১২ কেজি সিলিন্ডারের আগের দাম ৫৯১ টাকাই রেখেছে কমিশন।

এলপিজির মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিইআরসি সৌদি আরামকো কোম্পানির প্রতি মাসের প্রোপেন ও বিউটেনের মূল্যকে বিবেচনায় নেয়। সেই হিসাবে চলতি জানুয়ারি মাসে প্রতি টন প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে ৫৯০ ও ৬০৫ ডলার। দুটি পণ্যের গড় দাম ৫৯৯ দশমিক ৭৫ ডলার।

বিইআরসি ঘোষিত মূল্য তালিকায় রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজি ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি কেজির মূল্য ৯৯ দশমিক ৪৬ টাকা। এছাড়া ভোক্তা পর্যায়ে অটোগ্যাস মূসকসহ মূল্য প্রতি লিটার ৫৭ টাকা ৪১ পয়সা।

উল্লেখ্য, ২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তার পর থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে এলপিজির মূল্য ঘোষণা দিয়ে আসছে কমিশন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট