গলাচিপায় আইনজীবীসহ ৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা - The Barisal

গলাচিপায় আইনজীবীসহ ৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

  • আপডেট টাইম : জানুয়ারি ০৬ ২০২৩, ০৫:৫৫
  • 176 বার পঠিত
গলাচিপায় আইনজীবীসহ ৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালীর গলাচিপায় আইনজীবীসহ ছয়জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে, বুধবার (৪ জানুয়ারি) পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলহাজ মো. ফিরোজ আলম বাদী হয়ে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন আদালতে এই মামলা দায়ের করেন, আদালত গলাচিপা থানাকে তিন কর্মদিবসের মধ্যে মামলা গ্রহণের আদেশ দিয়েছেন, 

মামলা সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর গলাচিপা সিনিয়র জুডিশিয়াল আদালতের আইনজীবী সমিতির নবনির্মিত চারটি চেম্বারঘর বরাদ্দ ও আইনজীবী সমিতির লাইব্রেরি ভবনের জায়গা নির্ধারণের জন্য পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলহাজ মো. ফিরোজ আলমসহ নেতারা গলাচিপা আসেন
চারটি চেম্বার ঘরের বিপরীতে পাঁচজন অ্যাডভোকেট আবেদন করেন, ওই দিন ঘর বরাদ্দের জন্য লটারি হওয়ার কথা ছিল, গলাচিপা আদালতের আইনজীবী সমিতির প্রতিনিধি অ্যাডভোকেট মো. আল মামুন খান লটারি বা কোনো সিদ্ধান্ত হওয়ার আগেই ২ নম্বর কক্ষটি তালাবদ্ধ করে দখল করে রাখেন, এ নিয়ে আইনজীবী নেতাদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অ্যাডভোকেট মো. আল মামুন খান ও তাঁর সহযোগীরা তাদেরকে লাঞ্ছিত করেন
এ ঘটনায় পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলহাজ মো. ফিরোজ আলম বাদী হয়ে মো. সাবু প্যাদা, মো. রুবেল, মো. আল মামুন খান, হুন্ডা শাহিন, মো. ফিরোজ ও মো. মলিকে আসামি করে পটুয়াখালী আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন আদালতে মামলা দায়ের করেছেন, 

এ ব্যাপারে অ্যাডভোকেট মো. আল মামুন খান সংবাদকর্মীদের বলেন, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল, বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে, 

গলাচিপার অফিসার ইনচার্জ (তদন্ত) আতিকুর রহমান জানান, আদালতের কোনো আদেশ এখনো হাতে পাইনি

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট