বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পুকুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে চিকনিকান্দি ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসক সোহান জানান।
তিনি সাংবাদিকদের বলেন, “স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে আসার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।“
নিহতরা হলো- সুতাবাড়িয়া গ্রামের মাসুদ মৃধার মেয়ে মরিয়ম (৭) এবং তার চাচাতো ভাই নিজাম মৃধার মেয়ে রাফিয়া (৪)।
স্বজনদের বরাত দিয়ে চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়াডের্র সদস্য বিবেকানন্দ দেবনাথ সাংবাদিকদের বলেন, দুই বোন বাড়ির পুকুর পাড়ে খেলা করছিল। কোনো একসময় তারা হয়তো পুকুরে পড়ে যায়। স্বজনরা তাদের খোঁজ করেও পায়নি।
পরে পুকুরে তাদের ভাসতে দেখেন প্রতিবেশীরা। উদ্ধার করে স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়।