বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী লঞ্চঘাটে এমভি সুন্দরবন-১৪ লঞ্চে স্টাফদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে লঞ্চের কেবিন ইনচার্জ আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে পটুয়াখালী লঞ্চঘাটে এ মারামারি ঘটনা ঘটে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের সুপারভাইজার মো. ইউনুস এবং কেরানি মশিউরকে আটক করেছে পুলিশ।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। কীভাবে ঘটনার সূত্রপাত এবং কীভাবে কী হলো সেসব বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আমরা ২ জনকে পুলিশ হেফাজতে নিয়েছি।’